সাধারন মিটার স্কেলে আমরা মিলিমিটার একক পর্যন্ত মাপতে পারি।মিলিমিটার ভগ্নাংশ যেমন-০.২,০.৬ মিলিমিটার ইত্যাদি মাপতে হলে আমাদের ভার্ণিয়ার স্কেল এর সাহায্য নিতে হয়।
একটি স্লাইড কার্লিপাস প্রধান স্কেলের ৩৯ ভাগ ভার্নিয়ার স্কেলের ৪০ ভাগের সমান। প্রধান স্কেলের এক ভাগের মান 1.00mm ভার্নিয়ার স্কেলের ধ্রুব কত?
একটি ভার্নিয়ার ক্যালিপার্সের ভানিয়ার স্কেলে 50 টি ভাগ আছে যা প্রধান স্কেলের 49 ভাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার ধ্রুবক কত? দেওয়া আছে, প্রতি সে.মি এ প্রধান স্কেলে 20 টি ভাগ।