কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?
1.00
আইনস্টাইন
অ্যারিস্টটল
বেকরেল
মার্ক টোয়েন
১৮৯৬ খ্রিষ্টাব্দে বেকেরেল ইউরেনিয়ামের লবণের দ্যুতির উপর গবেষণা করার সময় ঘটনাচক্রে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন।
অর্ধায়ু, ক্ষয় ধ্রুবকের-
সমাণুপাতিক
বর্গের সমাণুপাতিক
ব্যস্তানুপাতিক
বর্গের ব্যাস্তানুপাতিক
কোন বিজ্ঞানীকে রেডিও অ্যাক্টিভিটির (Radioactivity) এর জনক বলা হয়?
Henri Becquerel
Marie Curie
Ernest Rutherford
William Conrad Roentgen
Ref: আমির হোসেন-৬৯১ (২য় পত্র) ব্যাখ্যা: ফরাসি বিজ্ঞানী হেনরি বেকরেল সর্বপ্রথম
Ref: আমির হোসেন-৬৯১ (২য় পত্র)
ব্যাখ্যা: ফরাসি বিজ্ঞানী হেনরি বেকরেল সর্বপ্রথম
তেজষ্ক্রিয় পদার্থের জন্য কোনটি সঠিক নয়?
তেজষ্ক্রিয় ধর্মের উৎপত্তিস্থল পদার্থের নিউক্লিয়াস
কোন মুহূর্তে তেজষ্ক্রিয় পরমাণুর ভাঙ্গন বা অবক্ষয়ের হার ঐ সময় উপস্থিত অক্ষত পরমাণুর ব্যস্তানুপাতিক
কোন পরমাণুর আয়ু শূন্য হতে অসীম হতে পারে
যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু পারমাণবিক ওজন ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে।
নিম্নের কোনটি নিউক্লিয়ার ফিউশানের বৈশিষ্ট্য?
অত্যাধিক উচ্চ তাপমাত্রায় ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসকে উত্তপ্ত করে এই বিক্রিয়া ঘটানো হয়
প্রচুর নিউক্লিয় বর্জ্য পদার্থ অবশেষ থাকে
চেইন বা শিকল বিক্রিয়া যা অনবরত চলতে থাকে
পারমাণবিক চুল্লীতে এই বিক্রিয়াকে নিয়ন্ত্রিত করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব
নিম্নে উল্লেখিত কোন তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু সঠিক নয়?
স্ট্রনসিয়াম 90 : 2.8×102 বৎসর
ইউরেনিয়াম 238 : 4.5×109 বৎসর
কার্বন 14 : 5.7×103 বৎসর
রেডিয়াম 226 : 1.6×103 বৎসর
তেজস্ক্রিয় আইসোটোপ এর ব্যবহার সম্পর্কে নিম্নে কোনটি সঠিক?
60Co থাইরয়েড গ্রন্থি রোগের চিকিৎসায় ব্যবহার হয়।
131I শ্বেত কণিকা অত্যাধিক বৃদ্ধি জনিত রোগের চিকিৎসায় ব্যবহার হয়।
14C বয়স নির্ধারণে ব্যবহার হয়।
কীটপতঙ্গের আক্রমণ দমনে ব্যবহার করা যায় না।
ইউরেনিয়ামের অর্ধআয়ু কত বছর?
৪৫ বছর
৪৫ কোটি বছর
৪৫০ কোটি বছর
৪৫০ বছর
ইউরেনিয়ামের অর্ধায়ু 5 × 10 8 বছর এবং গড় আয়ু ৪৫০ বছর।
তেজক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়?
স্বর্ণ
লোহা
রূপা
সীসা
কোনটি মিথ্যা?
একটি আলফা কণা 1.6×10-19 কুলম্ব চার্জ বহন করে
তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু উহার ক্ষয় ধ্রুবকের সমাণুপাতিক
তেজস্ক্রিয় পদার্থের অবিরাম প্রক্রিয়া
বায়ুর মধ্য দিয়ে গাধা রশ্মি 3×108 মিটার বেগে সঞ্চালিত হয়