দুটি ভেক্টর রাশির যোগফল & বিয়োগফল সমান হলে তাদের মধ্যবর্তী কোন-
1.00
এটা চিন্তা করেও অনুধাবন করা যায় : দুটা ভেক্টর যোগফল একটা সামন্তিকের প্রধান কর্ণ নির্দেশ করে তাহলে বিয়োগফল গৌন কর্ণটা নির্দেশ করবে।আর, সামন্তরিকের দুটা কর্ণ সমান মানে সেটা আসলে আয়তক্ষেত্র : যার বাহুগুলোর মধ্যবর্তী কোন=90°
সূর্যোদয়ের দিকে ১২ মিটার যাওয়ার পরে, এক ব্যক্তি উত্তর দিকে ৫ মিটার চলে গেল। তার স্থানচ্যূতি কি হবে?
1.00
স্থ্যানচূতি মানে তার আদি অবস্থান থেকে কতটুক সরন হইছে।সূর্যদ্বয়ের দিক পূর্বদিক।এখানে প্রথমে পূর্বদিকে গেছে তারপর উত্তর দিকে ,যারা পরস্পর 90o কোনে অবস্থিত।।তাই পীথাগোরাসের সুত্র এপ্লাই করে সরন বের করা হইছে(অতিভুজ)।