কোনটি কৌণিক সরণের একক নয়?
1.00
ডিগ্রি
রেডিয়ান
গ্রেড
পাই
পাই একটা ধ্রুব মান , ইহা কোন একক নয়।
Fm-1 কিসের একক?
চার্জ ঘনত্বের
তড়িৎ প্রাবল্যের
ভেদনযোগ্যতার
আপেক্ষিক ভেদ্যতা
কোনটি আলোকবর্ষের একক?
গিগাহার্জ
পারসেক
সেকেন্ড
কিলোমিটার
Parallax Error কোন ধরনের ত্রুটি?
ব্যক্তিগত ত্রুটি
যান্ত্রিক ত্রুটি
অনিয়মিত ত্রুটি
নিয়মিত ত্রুটি
Parallax Error : The error/displacement caused in in the apparent position of the object due to the viewing angle that is other than the angle that is perpendicular to the object.
1 মাইল ও 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটার?
507
609
709
1000
আমরা জানি,1মাইল=1609মিটার এবং 1কিলোমিটার=1000মিটার
আমরা জানি,
1মাইল=1609মিটার এবং 1কিলোমিটার=1000মিটার
জেপটো (Zepto) দ্বারা কত বুঝায়?
10-21
10-15
10-18
10-24
Ref: ড. শাহজাহান তপন-১৪ (১ম পত্র) ব্যাখ্যা জেপ্টো (zepto) = 10-21
Ref: ড. শাহজাহান তপন-১৪ (১ম পত্র)
ব্যাখ্যা জেপ্টো (zepto) = 10-21
ত্রিমাত্রিক কোণের একক কোনটি?
স্টেরেডিয়ান
ডিগ্রী
ক্যান্ডেলা
Ref: আমির হোসেন-১০ (১ম পত্র) ব্যাখ্যা: ত্রিমাত্রিক কোণের একক স্টেরিডিয়ান।
Ref: আমির হোসেন-১০ (১ম পত্র)
ব্যাখ্যা: ত্রিমাত্রিক কোণের একক স্টেরিডিয়ান।
নিচের কোনটি গতিশক্তির মাত্রা সমীকরণ?
[MLT-2]
[ML2T-2]
[MLT]
[ML-1T-2]
নিচের কোন উক্তিটি মিথ্যা?
সিজিএস পদ্ধতিতে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাংকের একক ডাইন/সেমি২
পৃষ্ঠটানের সমীকরণ হলো [MT-2]
মাত্র সমীকরণ সর্বদাই প্রকৃত সূত্র প্রদান করে
পিড়ন ও চাপের একক একি
মাত্রা সমীকরণের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
বিভিন্ন পদ্ধতির একককে অন্য পদ্ধতির এককে রুপান্তরিত করা যায় না
সমীকরণের নির্ভুলতা যাচাই করা যায়
বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়
কোন ভৌত রাশির একক নির্ণয় করা যায়