1.4 Mo এর কম ভরের তারকা কোনটি?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

প্রাসঙ্গিক প্রশ্ন

1.4 Mo এর কম ভরের তারকা কোনটি?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

চন্দ্র যখন সূর্য ও পৃথিবীর মাঝে আসে তখন?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। চন্দ্র যখন পৃথিবীর ছায়ার মধ্যে অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ ঘটে। অর্থাৎ সূর্য ও চন্দ্রের মাঝে পৃথিবী অবস্থান করলে চন্দ্র গ্রহন হয়।

সূর্যের নিকটতম তারা কোনটি?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  
 আলফা সেন্টাউরি সিস্টেমের তিনটি নক্ষত্রের মধ্যে অন্যতম প্রক্সিমা সেন্টাউরি আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। এটি 4.22 আলোক-বছর দূরে।


মহাকাশে তারার বিস্ফোরণকে কি বলে?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

অতিনবতারা (ইংরেজি: Supernova সুপারনোভা) হলো এক ধরনের নাক্ষত্রিক বিস্ফোরণ যার ফলশ্রুতিতে নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয় এবং অবশেষরূপে থাকে নিউট্রন তারা কিংবা কৃষ্ণবিবর।

সূর্যের চেয়ে ৮-১৫ গুণ বেশি ভরের নক্ষত্রসমূহের অভ্যন্তরে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় তৈরি হয় হিলিয়াম, হিলিয়ামের সংযোজনে তৈরি হয় কার্বন এবং সেই কার্বনের সংযোজনে তৈরি হয় লোহা। লোহা তৈরির মধ্য দিয়ে কেন্দ্রীণ বিক্রিয়াসমূহের পরম্পরার পরিসমাপ্তি ঘটে, কারণ এর পরের বিক্রিয়াটি তাপশোষী। এমনই এক সময়ে নক্ষত্রের অভ্যন্তরস্থ বহির্মুখী চাপ যথেষ্ট পরিমাণ কমে যাওয়ায় এটি আর মহাকর্ষীয় আকর্ষণ বলকে ঠেকিয়ে রাখতে পারে না, ফলে নক্ষত্রে ঘটে এক প্রচণ্ড অন্তস্ফোটন (Implosion)। নক্ষত্রটির বেশিরভাগ ভরই এর কেন্দ্রে সংকুচিত হয়ে পড়ে, আর গ্যাসীয় বাতাবরণটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে প্রবলবেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাই অতিনবতারা বিস্ফোরণ হিসেবে পরিচিত। এই ধরনের বিস্ফোরণে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় এবং সংশ্লিষ্ট নক্ষত্রটি সাময়িকভাবে পুরো ছায়াপথের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে ওঠে।

আবর্তনের সময় চন্দ্র ও সূর্যের মাঝে পৃথিবী এসে পড়লে নিচের কোন ঘটনাটি ঘটে?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

ব্যাখ্যা - চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য, পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসে। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখনপৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে।

ভূ-পৃষ্ঠে টেলিভিশন সংকেত সম্প্রচার কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার বেশি দূরে ধরা যায় না কারণ

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

বায়ুমন্ডলে না থাকলে পৃথিবীতে দিনের স্থায়িত্ব-

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

নিম্নের কোনটি মহাকাশ দূরত্ব পরিমাপের একক নয়? 

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

এক বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? 

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

s=vt= 3× 108× 365× 24× 3600m= 9.4× 1015m = 9.4 x 1012 km

মহাবিশ্ব  সৃষ্টির বিগ ব্যাং মডেলের জনক কে? 

1.00

  1.  
  2.  
  3.  
  4.