অবতল দর্পনের ব্যবহার নয় কোনটি?
1.00
অবতল দর্পনের ব্যবহারঃ১। রুপচর্চা ও দাঁড়ি কাঁটতে ব্যবহার করা ।২। দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন৩। টর্চলাইট, স্টিমার বা লঞ্চের সার্চলাইটে প্রতিফলকহিসেবে।৪। আলোক ও তাপশক্তি ইত্যাতি কেন্দ্রীভূত করেকোন বস্তুকে উত্তপ্ত করতে , রাড়ার এবং টিভিসংকেত সংগ্রহে ব্যবহৃত হয় । যেমন ডিশ এ্যান্টেনা ,সৌরচুল্লি টেলিস্কোপ এবং বাড়ার সংগ্রাহক ইত্যাদিতে ।৬। ডাক্তাররা চোখ, নাক, কান ও গলা পরীক্ষা করার জন্য ।

