কোন তাপমাত্রায় চুম্বকত্ব বিনষ্ট হয়?
1.00
গলন তাপমাত্রা
স্থায়ী তাপমাত্রা
কোনটিই নয়
কোথায় চৌম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি?
কেন্দ্রে
পার্শ্বীয়
চারপাশে
মেরু
মেরু অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশী। চুম্বকের উত্তর মেরু আসলে পৃথিবীর ভৌগলিক দক্ষিণ মেরু। ক্যাসেটের ফিতার শব্দ সঞ্চিত থাকে চুম্বক শক্তি হিসেবে।
লোহাকে কুরি তাপমাত্রায় আনলে কোন পদার্থে পরিণত হয়?
ডায়াচুম্বক
ফেরোচৌম্বক
প্যারাচুম্বক
কোনটিই নয়
স্থায়ী চুম্বক তৈরি হয়-
লোহা + রূপা
লোহা + কোবাল্ট
লোহা + সিলিকন
লোহা + অ্যালুমিনিয়াম
বিক্ষেপ চুম্বকমান যন্ত্রের ব্যবহার-
দুটি দন্ড চৌম্বকের চৌম্বক মোমেন্ট তুলনা
কোন স্থানে ভূ-চৌম্বকক্ষেত্রের আনুভূমিক প্রাবল্য নির্ণয়
বিপরীত বর্গীয় সূত্র প্রমাণে
উপরের সবকটি ক্ষেত্রে
কুরী বিন্দুতে অয়শ্চৌম্বক পদার্থ আচরণ করে কার মত-
শক্তিশালী অয়শ্চৌম্বক
প্যারাচৌম্বক পদার্থ
তিরশ্চৌম্বক পদার্থ
অচৌম্বক পদার্থ
কোন উক্তিটি সঠিক নয়?
এ্যান্টিমনি একটি প্যারাচৌম্বক পদার্থ
অস্থায়ী চুম্বকের চুম্বকত্ব অধিক শক্তিশালী হয়
চুম্বকের দুইটি মেরু আছে
ফেরোচৌম্বক পদার্থ সাধারণতঃ কঠিন পদার্থ
নিম্নের কোনটি চুম্বকের ধর্ম নয়?
বিকর্ষণী ধর্ম
একাদশী ধর্ম
বিপরিতধর্ম দুই প্রান্ত
চুম্বকন ধর্ম
ফেরোচৌম্বক পদার্থের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
নির্দিষ্ট কুরী বিন্দু নেই
এসব পদার্থ কঠিন ও স্ফটিকাকার
তাদের 'চৌম্বক ধারকত্ব' ধর্ম আছে
চৌম্বোক প্রবণতার মান ধনাত্নক
ফেরোচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য - ১)এরা চৌম্বক দ্বারা খুব বেশী আকর্ষিত হয়। ২)এরা কঠিন ও স্ফটিকাকার হয়। ৩)এদের চৌম্বক ধারকত্ব ধর্ম আছে।৪)নির্দিষ্ট কুরী বিন্দু আছে।৫)এদের চৌম্বক প্রবেশ্যতা μ>>1।
ফেরোচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য -
১)এরা চৌম্বক দ্বারা খুব বেশী আকর্ষিত হয়।
২)এরা কঠিন ও স্ফটিকাকার হয়।
৩)এদের চৌম্বক ধারকত্ব ধর্ম আছে।
৪)নির্দিষ্ট কুরী বিন্দু আছে।
৫)এদের চৌম্বক প্রবেশ্যতা μ>>1।
নিম্নের কোনটা সঠিক নয়?
ডায়াচৌম্বক পদার্থের চৌম্বক গ্রাহীতা (Xm) ক্ষুদ্র কিন্তু ধনাত্মক
চৌম্বক ক্ষেত্র = চৌম্বক প্রবেশ্যতা × চৌম্বক তীব্রতা
কোন চৌম্বক পদার্থের চুম্বকায়ন তীব্রতা ও চৌম্বক প্রবণতার অনুপাতকে চৌম্বক গ্রাহীতা বলে
কোন চৌম্বক পদার্থের চৌম্বক আবেশ ও চৌম্বক তীব্রতার অনুপাতকে চৌম্বক প্রবেশ্যতা বলে