একটি ট্রান্সফর্মারের প্রাইমারি এবং সেকেন্ডারি তারের অণুপাত 20:1 এবং সেকেন্ডারিতে 20 ohm এর রোধ লাগানো আছে। যদি প্রাইমারিতে 220 ভোল্ট প্রয়োগ করা হয়, তাহলে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে-
একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি তারের কুন্ডলীর অনুপাত 10:1। এর সেকেন্ডারিতে 10 ohm রোধ লাগানো আছে। যদি প্রাইমারিতে 200V প্রয়োগ করা হয়, তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহ কত?
একটি আদর্শ ট্রান্সফরমার মুখ্য ও গৌণ কুন্ডলীর পাকের সংখ্যা যথাক্রমে 200 এবং 100। মুখ্য কুন্ডলীতে 50V (AC) প্রয়োগ করলে গৌণ কুন্ডলীতে কত বিভব পাওয়া যাবে ?