সালফার যুক্ত অ্যামাইনো এসিডকে কোনটি?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  
মিথিওনিন হচ্ছে একটি এসেনশিয়াল এমাইনো এসিড (Essential amino acid) যার প্রাকৃতিক উৎস হলো বিভিন্ন প্রকার উদ্ভিদ ও পানী। 
Formula: C5H11NO2S

প্রাসঙ্গিক প্রশ্ন

সালফার যুক্ত অ্যামাইনো এসিডকে কোনটি?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  
মিথিওনিন হচ্ছে একটি এসেনশিয়াল এমাইনো এসিড (Essential amino acid) যার প্রাকৃতিক উৎস হলো বিভিন্ন প্রকার উদ্ভিদ ও পানী। 
Formula: C5H11NO2S

পেনিসিলিনের দ্রাবক-

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

পেনিসিলিন (ইংরেজি: Penicillin) হলো একটি অ্যান্টিবায়োটিক গ্রুপ। এদেরকে সাধারণত পেনিসিলিয়াম নামক ছত্রাক (প্রধানত পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম ও পেনিসিলিয়াম রুবেন্স) থেকে তৈরি করা হয়। বেশির ভাগ পেনিসিলিনই প্রাকৃতিক উপায়ে আহরণ করা হয়। তবে শুধুমাত্র দুটি প্রাকৃতিক পেনিসিলিনকে পথ্য হিসেবে ব্যবহার করা হয়: পেনিসিলিন জি ও পেনিসিলিন ভি।পেনিসিলিন ছিল ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে কাজ করা প্রথম ওষুধ; যা অনেক গুরুতর সংক্রমণ, যেমন: সিফিলিসের বিরুদ্ধে কার্যকর ছিল। পেনিসিলিন এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে; যদিও ব্যাকটেরিয়া এখন অনেক ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে এর বিরুদ্ধে। সব পেনিসিলিন বিটা-ল্যাক্টাম অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিয়া বিরুদ্ধে ব্যবহার করা হয়, সাধারণত গ্রাম-ব্যাকটেরিয়ার সৃষ্ট ইনফেকশনের চিকিত্সায় এর কার্যকারিতা ভালো।

কোনটি শক্ত ও অনমনীয়?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  
Polystyrene is a synthetic aromatic hydrocarbon polymer made from the monomer known as styrene. Polystyrene can be solid or foamed. General-purpose polystyrene is clear, hard, and brittle. It is an inexpensive resin per unit weight. Wikipedia

হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা কোনটি উৎপন্ন হয়?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

উৎপন্ন PVC-কে কোন দ্রাবকে রাখা হয়?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

উৎপন্ন PVC-কে ৫২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ও ৯ atm চাপে হেপ্টেন দ্রাবকে রাখা হয়। কৃত্রিম চামড়া তৈরিতে, ঘরের মেঝের কার্পেটিং প্রস্তুতিতে, ঘরের ছাদ তৈরির জিনিসপত্র তৈরিতে, প্লাস্টিক সিরিঞ্জ, রেইন কোর্ট, গ্রামোফোন রেকর্ড তৈরির জন্য ব্যবহার হয়

ম্যালামাইনের প্রধান কাঁচামাল কোনটি?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

ইউরিয়া একটি নাইট্রোজেনযুক্ত যৌগ যা সার হিসাবে ব্যাপক হারে ব্যবহৃত হয়। এতে বিদ্যমান নাইট্রোজেনের  পরিমান 46 % ।  উদ্ভিদের বৃদ্ধির জন্য সর্বোত্তম সার হিসাবে ইউরিয়া সরাকে ব্যাবহার করা হয় । এ ছাড়া প্লাস্টিক, আঠা,রেজিন এবং মেলামাইন ইত্যাদি  শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় ।

রাবারে কোন প্রাকৃতিক পলিমার থাকে?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

প্রাকৃতিক রবার জৈব যৌগ আইসোপ্রিনের একটি পলিমার যা প্রকৃতিতে রবার গাছের সাদা, ঘন, আঠালো তরল নিঃসরণ হিসেবে আহরণ করা হয়। এর সাথে সামান্য পরিমাণে অন্যান্য জৈব যৌগ মিশে থাকতে পারে। এছাড়া এতে জলও থাকে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রবার উৎপাদনকারী দুইটি দেশ। রবার গাছের বাকল কেটে পাত্রে রবারের নির্যাস সংগ্রহ করা হয়। পরবর্তীতে এই নির্যাসকে পরিশোধিত করে বাণিজ্যিক প্রক্রিয়াকরণের জন্য রবার প্রস্তুত করা হয়। রবার অত্যন্ত প্রসারণক্ষম, স্থিতিস্থাপক ও জলনিরোধী বলে এটিকে বহু ক্ষেত্রে ব্যবহার করা হয়।

প্রাকৃতিক রাবার হল রাবার গাছ (Hevea brasiliensis) বা একই পরিবারের (ইউফর্বিয়েসি Euphorbiaceae) এবং ডুমুর (fig) পরিবারের কয়েকটি গাছের জমাট বাঁধা তরুক্ষীর (latex)। রাসায়নিকভাবে রাবারের মূল উপাদান হল আইসোপ্রিন (isoprene) । আইসোপ্রিনের একক অণু অনেকগুলি মিলে পলিমার অণু গঠন করে। এই পলিমারগুলি প্রাকৃতিক রবারের প্রধান উপাদান।  

নিচের কোনটি ডাইস্যাকারাইড নয়?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

Ref: Ha-109 

ব্যাখ্যা: দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলে। যেমনঃ সুক্রোজ, মল্টোজ, ল্যাক্টোজ, সেলোবায়োজ ইত্যাদি।

কোন একটি পদার্থ গাঢ় HCI-এর সাথে বিক্রিয়ায় লেভুলিনিক এসিড তৈরী করলে পদার্থটি সম্ভব- 

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

যেটি সেলুলোজের ধর্ম নয়-

1.00

  1.  
  2.  
  3.  
  4.  
  5.