মেলাডুর তৈরীতে কোনটি ব্যবহৃত হয়?
1.00
সার
মিথান্যাল
কস্টিক সোডা
মেলামাইন
মেলাডুর হল মেলামাইন - মিথান্যালের পলিমার
2:4 DNP টেস্টে অধঃক্ষেপের বর্ণ কেমন হয়?
হলুদ-কমলা
সিলভার
লাল
হালকা হলুদ
নিচের কোনটি টলেন বিকারকের মূল উপাদান?
R-MgX
AgNO3
[Ag(NH3)2]OH
Cu(OH)2
কার্বক্সিল মূলকের নিশ্চিত পরীক্ষা কোনটি?
লিটমাস পরীক্ষা
NaHCO3 দ্রবণসহ পরীক্ষা
টলেন বিকারক পরীক্ষা
লুকাস বিকারক পরীক্ষা
গ্লুকোজ ফেলিং দ্রবণকে বিজারিত করলে কি ঘটে?
কিউপ্রাস অক্সাইড এর লাল অধঃক্ষেপ উৎপন্ন করে
কিউপ্রাস গ্লুকোনেটের এর হলুদ অধঃক্ষেপ উৎপন্ন করে
কিউপ্রাস কার্বনেটের এর অধঃক্ষেপ উৎপন্ন করে
ধাতব তামার লাল অধঃক্ষেপ উৎপন্ন করে
নিচের কোনটি সিফস বিকারকের বর্ণ অতি দ্রুত ফিরিয়ে দেয়?
কিটোন
ফরমালডিহাইড
অ্যালডিহাইড
অ্যালকোহল
সিফস বিকারক কোনটি?
ম্যাজেন্টর গোলাপী দ্রবণে SO2 চালনা করলে যে বর্ণহীন দ্রবণ পাওয়া যায়।
ম্যাজেন্টর গোলাপী দ্রবণে CO2 চালনা করলে যে বর্ণহীন দ্রবণ পাওয়া যায়।
ম্যাজেন্টর গোলাপী দ্রবণে KHO চালনা করলে যে বর্ণহীন দ্রবণ পাওয়া যায়।
ম্যাজেন্টর গোলাপী দ্রবণে NaOH চালনা করলে যে বর্ণহীন দ্রবণ পাওয়া যায়।
H-CHO + NaOH → CH3OH + HCOONa বিক্রিয়াটির নাম-
হেমাক্সামিন বিক্রিয়া
গিগনার্ড বিক্রিয়া
ক্যানেজারো বিক্রিয়া
কোব সংশ্লেষণ বিক্রিয়া
সিলভার নাইট্রেট সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়?
অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট দ্রবণ অ্যালডিহাইডকে জারিত করে এসিড উৎপন্ন করে
ক্লোরিন এর সঙ্গে বিক্রিয়া করে সিলভার নাইট্রেট সাদা অধঃক্ষেপ দেয় এবং ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে হলুদ অধঃক্ষেপ দেয়
তাপীয় বিয়োজনে প্রথমে AgNO2 এবং O2; পরে অধিকতর তাপ প্রয়োগে সিলভার ও NO2 উৎপন্ন হয়
উপরের কোনোটিই নয়
অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে অ্যানিলিন ঘনীভূত হয়ে তৈরী করে-
সালফানিলিক এসিড
অ্যাজো রিং
সিফ বেস
বেনজোকুইনোন