11Na23 এর ক্ষেত্রে কোনটি সঠিক?
1.00
প্রোটন সংখ্যা=12
ভর সংখ্যা=12
নিউট্রন সংখ্যা=12
নিউট্রন সংখ্যা=11
11Na23 এর ভরসংখ্যা - ২৩,প্রোটন সংখ্যা - ১১,নিউট্রন সংখ্যা - ১২।
নিম্নের কোন তথ্যটি পরমাণুর জন্য সঠিক?
আলফা রশ্মির ভর 9.1 × 10-31 kg
ইলেকট্রন উচ্চ গতিতে চলমান।
গামা রশ্মির পাল্লা 5 mm.
এক্সরে আধানের প্রকৃতি ধনাত্মক।
দুটি মৌলের ভরসংখ্যা একই হলে তাকে কী বলে?
আইসোটোন
আইসোবার
আইসোমার
আইসোটোপ
স্থায়ী মূল কণিকা নয় কোনটি?
ইলেকট্রন
প্রোটন
পজিট্রন
নিউট্রন
আইসোটোপ কোনটি?
126C, 136C
147N, 158N
21H, 12He
None
যাদের প্রোটন সংখ্যা সমান তারা পরষ্পরের আইসোটোপ।
নাইট্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কয়টি?
19
23
14
7
Ref: পর্যায় সারণি ব্যাখ্যা: N পরমাণুতে প্রোটন সংখ্যা 7, ভরসংখ্যা 14।
Ref: পর্যায় সারণি
ব্যাখ্যা: N পরমাণুতে প্রোটন সংখ্যা 7, ভরসংখ্যা 14।
ইলেকট্রন কণার নামকরণ করেন কোন বিজ্ঞানী?
Teddy Goldsmith
Ernest Rutherford
James Chadwick
George Johnstone Stoney
ইলেকট্রন কণার নামকরণ করেন George Johnstone Stoney, আবিষ্কার করেন জে জে থমসন
পরমাণুর মূল কণিকা গুলোর মধ্যে কোনটি খুবই অস্থায়ী?
কোন বক্তব্যটি সঠিক নয়?
নির্দিষ্ট উষ্ণতায় চাপ বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের আয়তন হ্রাস পায়
আণবিক সংকেত স্থুল সংকেতের সমান অথবা উহার সরল গুণিতকের সমান
ঋণাত্মক মূলকে সর্বমোট প্রোটন সংখ্যা অপেক্ষা ইলেক্ট্রন সংখ্যা কম থাকে
অতিপৃক্ত দ্রবণ একটি স্থায়ী দ্রবণ
ক্যথোড রশ্মি হচ্ছে–
গতিময় আলফা রশ্মি
গতিময় প্রোটন
ধনাত্মক অথবা ঋনাত্মক গতিময় রশ্মি
গতিময় ইলেকট্রন