রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নয় কোনটি?
1.00
প্রভাবকের ভূমিকাহীনতা
সাম্যের স্থায়িত্ব
বিক্রিয়ার অসম্পূর্ণতা
তাপমাত্রা বৃদ্ধি
তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য?
বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি > উৎপাদের অভ্যন্তরীণ শক্তি
বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি < উৎপাদের অভ্যন্তরীণ শক্তি
বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি = উৎপাদের অভ্যন্তরীণ শক্তি
বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি ≤ উৎপাদের অভ্যন্তরীণ শক্তি
রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি?
উভমুখিতা
সাম্যের অবস্থান
একমুখিতা
রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য-
সাম্যাবস্থার স্থায়িত্ব
বিক্রিয়ার অসম্পূর্ণতা
উভয় দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা
উপরের সবকটি
রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কয়টি?
একটি
দুইটি
তিনটি
চারটি
রাসায়নিক সাম্যাবস্থার শর্ত চারটি।যথা-১)সাম্যের স্থায়িত্ব ২)বিক্রিয়ার অসম্পূর্ণতা ৩)উভয় দিক থেকে সুগ্যমতা৪)প্রভাবকের ভূমিকাহীনতা
রাসায়নিক সাম্যাবস্থার শর্ত চারটি।যথা-
১)সাম্যের স্থায়িত্ব
২)বিক্রিয়ার অসম্পূর্ণতা
৩)উভয় দিক থেকে সুগ্যমতা
৪)প্রভাবকের ভূমিকাহীনতা
কোনটি রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়?
অনুঘটক এই প্রক্রিয়ায় কোন প্রভাব বিস্তার করে না
ইহা কেবল উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অর্জিত হয়
বিক্রিয়ায় সম্মুখ ও পশ্চাৎ মুখী প্রক্রিয়ার গতিবেগ পরস্পর সমান নয়
রাসায়নিক সাম্যাবস্থায় কেবলমাত্র আবদ্ধ পরিমণ্ডলে সৃষ্টি হয়
নিচের কোনটি তাপহারী বিক্রিয়া?
C + O = CO2
2H2 + O2 = 2H2O
N2 + O2 = 2NO
CH4 + 2O2 = CO2 + 2H2O
N2(g) +O2(g) =2NO(g) is an endothermic reaction and its enthalpy is +180.7 kJ.
ধ্রুবক তাপমাত্রায় রিঅ্যাক্ট্যান্ট-ঘনত্বের বৃদ্ধির সাথে ভারসাম্য অবস্থার দিকটি কি হবে?
ডান
বাম
অপরিবর্তিত
স্থিতিস্থাপক
লা শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডানে যাবে।
নিচের কোন বিক্রিয়াটি তাপহারী?
N2+O2=2NO
2H2+O2=2H2O
CH4+2O2=CO2+2H2O
C+O2=CO2
N2+O2=2NO, বন্ধন =+180.75 KJ
কোনটি সঠিক নয়?
গ্রাফাইটের কাঠামোতে প্রতি কার্বন পরমাণুতে তিনটি sp2 সংকর অরবিটাল মাধ্যমে অপর তিনটি কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত।
ট্রাইমেট্রিক বিশ্লেষণে বিক্রিয়ায় অংশ গ্রহনকারী দুটি দ্রবণের মাঝে যেটির শক্তিমাত্রা জানা থাকে, সেই দ্রবণকে প্রমাণ দ্রবন বলে।
সাম্যধ্রুবকের মান বড় হলে বিক্রিয়কের তুলনায় উৎপাদের পরিমাণ অনেক কম হয়।
বিটা রশ্মির ছেদন ক্ষমতা আলফা রশ্মি অপেক্ষা বেশী; আবার গামা রশ্মি কম।