HCl ও NaOH এর বিক্রিয়ার প্রশমন তাপ কত?
1.00
-55.56
-57.90
-57.34
-75.57
H-Br এর বন্ধন শক্তি কত kj/mol?
366
299
433
143
নিম্নের কোন নিষ্ক্রিয় গ্যাসের বাষ্পীভবন তাপ 1.7 kj mol-1?
হিলিয়াম
আর্গন
নিয়ন
ক্রিপ্টন
CH3COOH + NH4OH = CH3COONH4 + H2O বিক্রিয়ার প্রশমণ তাপ কত KJ/mol?
-55.2
-50.4
-68
-57.3
উৎপাদের মোলসংখ্যা বিক্রিয়কের মোলসংখ্যা অপেক্ষা বেশি হলে নিচের কোনটি সত্য?
ΔH=ΔE
ΔH>ΔE
ΔH<ΔE
ΔH=0
উৎপন্ন তাপ অভ্যন্তরীণ শক্তির চেয়ে বেশি হবে।
O-H এর বন্ধন শক্তি কত kj/mol?
463
496
724
None
ক্লোরালকে জলীয় পটাশে উত্তপ্ত করা হলে উৎপন্ন হয়-
CH3CHO
CCl3COOK
CHCl3
CCl4
নিচের কোনটি ভরের নিত্যতা সূত্র এর অন্তর্ভুক্ত নয়?
সব রকমের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পূর্বে ও পরে বস্তুর ভরের সামান্যতম পরিবর্তন হয় না
যে কোনো রাসায়নিক বিক্রিয়াতেই সম্পু্ূর্ণ বিক্রিয়ক দ্রব্যের ভর, সম্পূর্ণ উৎপন্ন দ্রব্যের ভরের সমান থাকে
মোমবাতির দহন পরীক্ষা
একই যৌগে একই মৌলসমূহ সর্বদা একই নির্দিষ্ট ভর অনুপাতে যুক্ত থাকে
নিচের কোনটি পানির ব্যতিক্রম প্রসারণের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
4°C তাপমাত্রায় নির্দিষ্ট ভরের পানির ঘনত্ব সর্বাপেক্ষা কম
0°C হতে 4°C পর্যন্ত পানির আয়তন সংকোচন ঘটে
শীত প্রধান দেশে এর ফলেই পুকুরের পানি জমে বরফ হলেও জলজ প্রাণী স্বচ্ছন্দে জীবন ধারণ করতে পারে
4°C তাপমাত্রার কাছাকাছি পানির প্রসারণ সর্বাপেক্ষা কম
বন্ধন এননালপির একক কোনটি?
জুল/মোল
কিলোজুল
মোল/কিলোজুল
কিলোজুল/মোল