কোথায় শুষ্ক কোষের ব্যবহার নেই?
1.00
খেলনা
রিমোট
ইলেক্ট্রিক বেল
লাইট
টর্চলাইট, বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করা হয় এগুলোকে ড্রাইসেল বা শুষ্ক কোষ বলে।
নিচের কোনটি লবণ সেতু (Salt Bridge) এ ব্যবহৃত হয়না?
KNO3
NH4NO3
NaCl
KCl
Ref: HZ-576 (2nd) ব্যাখ্যা: লবণ সেতু হল KCI, KNO3, NH4NO3 বা Na2So4 এর 0.1M ঘনমাত্রার দ্রবণ ভর্তি উল্টানো U-আকৃতির কাঁচনল।
Ref: HZ-576 (2nd)
ব্যাখ্যা: লবণ সেতু হল KCI, KNO3, NH4NO3 বা Na2So4 এর 0.1M ঘনমাত্রার দ্রবণ ভর্তি উল্টানো U-আকৃতির কাঁচনল।
একটি বস্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী নয় কিন্তু তরল অবস্থা বা দ্রবণে তা বিদ্যুৎ পরিবাহী। এতে কোন ধরণের বন্ধন বিদ্যমান?
ধাতব
সমযোজী
আয়নিক
কোন বন্ধন নাই
আয়নিক যৌগ দ্রবণে ধনাত্বক ও ঋনাত্বক প্রান্তের সৃষ্টি করে।ফলে তা বিদ্যুৎ পরিবহন করতে পারে।
সাধারণ তাপমাত্রায় সক্রিয় ধাতু যেমন- Na, K, Ca ইত্যাদি কার্বোক্সিলিক এসিডের আয়নীয় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ধাতু লবণের সাথে যেটি উৎপন্ন করে-
পানি
পানি ও কার্বন ডাই-অক্সাইড
হাইড্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
সমযোজী যৌগ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
সমযোজী যৌগ সমূহের ভিন্ন ভিন্ন আকৃতি আছে
সমযোজী যৌগের গলনাঙ্ক কম
সমযোজী যৌগ জৈব দ্রবণে দ্রবণীয়
সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী
সাধারণ অবস্থায় একটি ভোল্টায়িক বৈদ্যুতিক সেলের e.m.f. হবে?
1.10V
1.80V
0.1V
0.180V
নিচের কোন তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম?
H+(aq)/H2(g),Pt
Cu2+(aq)/Cu(s)
Na+(aq)/Na(s)
Pt(s)/F(g)/F-(aq)
নিম্নের কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যাবে ?
Na2O
MgO
Al2O3
CuO
কোন বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন (ΔG) ঋণাত্মক হলে বিক্রিয়াটি-
হবেনা
স্বতঃস্ফূর্তভাবে হবে
খুব ধীর গতিতে হবে
হওয়ার জন্য তাপ প্রয়োজন হবে
লেড এসিড ব্যাটারি কখন রিচার্জ করা প্রয়োজন?
1.50
H2SO4 এর আ.গু. 1.5 এর নিচে নেমে এলে
H2SO4 এর পরিমাণ কমে এলে
H2SO4 এর ঘনমাত্রা কমে এলে
ব্যাটারির EMF 1.17V এ নেমে এলে