NaCl এর জলীয় দ্রবণকে কী বলে?
1.00
মেলাইন
ব্রাস
ব্রাইন
অ্যামালগাম
NaCl এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে।
1F=?C
96485C
12098C
0.000347C
3444C
এক ফ্যারাডে বিদ্যুৎ গলিত NaCl এর মধ্য দিয়ে চালনা করলে ক্যাথােডে কি পরিমান Na জমা হবে-
6.023×1023
46.0g
23.0g
11.5g
Na+ + e➡Naদেখা যায়, ১F বিদ্যুৎ দিলে ১মোল সোডিয়াম উৎপন্ন হবে.1 mol Na=23g Na
Na+ + e➡Na
দেখা যায়, ১F বিদ্যুৎ দিলে ১মোল সোডিয়াম উৎপন্ন হবে.
1 mol Na=23g Na
নিচের কোন তড়িদ্বারটি জারণ অর্ধকোষকে বোঝায়?
Zn2+/Zn
Zn/Zn2+
Cu2+/Cu
None
যেটি ভুল-
পানিতে ২ ভাগ ওজনের হাইড্রোজেন ১৬ ভাগ ওজনের অক্সিজেনের সাথে যুক্ত হয়; আবার H2O2 এর ক্ষেত্রে ২ ভাগ ওজনের হাইড্রোজেন ৩২ ভাগ ওজনের অক্সিজেনের সাথে যুক্ত হয়। এই ওজনগুলো পরস্পর সরল আনুপাতিক। এটিই হলো ভরের নিত্যতার সূত্রের উদাহরণ
বিশুদ্ধ সিলভার ক্লোরাইড যে উপায়েই প্রাপ্ত হোক না কেন, সিলভার এবং ক্লোরিন একই নির্দিষ্ট ওজনের অনুপাতে যুক্ত থাকবে। এটি নির্দিষ্ট অনুপাত সূত্রের উদাহরণ
মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাংক রাসায়নিক তুল্য ওজন এর সমানুপাতিক
ক্ষারকীয় লবণসমূহ সাধারণত পানিতে অদ্রবণীয়
গঠনভেদে অর্ধকোষকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
৩টি
৪টি
৫টি
৬টি
এক মোল ইলেকট্রনের মোট চার্জ কত?
96288
94388
96566
96473
গ্যাস ইলেক্ট্রোডে নিচের কোন ধাতুযুগল ব্যবহৃত হয়?
Fe, Au
Cu, Pt
Pt, Au
Ag, Au
গ্যাস ইলেক্ট্রডে নিষ্ক্রিয় ধাতু ব্যবহৃত হয়।
Zn এর সাথে শীতল ও অতি লঘু HNO3 এর বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়-
N2O
NH4NO3
NO
NO2
সোডিয়াম ক্লোরাইডের (NaCl) সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলে-
কায়ানাইট
সিলভাইন
কার্নালাইট