নরম টিস্যুতে স্কলেরাইড থাকলে তাকে কী কোষ বলে?
1.00
স্টেম কোষ
স্টোন কোষ
কোলেনকাইমা কোষ
স্ক্লেরেনকাইমা কোষ
নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজত্বকে অবস্থানকৃত পুরু লিগনিনযুক্ত স্কেলেরেনকাইমা টিস্যুই হলো স্টোন সেল।
উদ্ভিদের নমনীয়তা যে কলার জন্য সেটি কোনটি?
স্ক্লেরেনকাইমা
প্যারেনকাইমা
কোলেনকাইমা
এপিব্লেমা
কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোনাগুলো অধিক পুরু। কোষ প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়। এই কোষগুলো লম্বাটে ও সজীব। এই টিস্যুতে আন্তঃকোষীয় থাকতে পারে।
কোলেনকাইমা টিস্যুর কাজ নয় কোনটি?
খাদ্য সঞ্চয় করে থাকে
ক্লোরোফিল থাকলে খাদ্য প্রস্তুত করে
বর্ধিষ্ণু অঙ্গে দৃঢ়তা প্রদান কারি প্রধান টিস্যু হিসাবে কাজ করে
অন্যান্য নরম অঙ্গেও এটি দৃঢ়তা প্রদান করে
নিম্নের কোনটির প্রভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে যায় না?
অক্সিন
এথিলিন
জিবেরেলিন
অ্যামোনো এসিড
নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
প্রোটন প্রবাহ মতে হাইড্রোজেন আয়ন পত্ররন্ধ্র খোলা ও বন্ধের জন্য দায়ী
উদ্ভিদ ঘনত্বের আনতি'-এর বিরুদ্ধে লবণ শোষণ করে
450° সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে উঠলেই বেশিভাগ উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়
পাতার মেসোফিল টিস্যুতে পানির পরিমাণের উপর প্রস্বেদনের হার নির্ভর করে
কোনটি মিথ্যা?
মূলরোম এককোষী হয়
মূলের বর্ধনশীল অঞ্চল ভাজক কলা দিয়ে গঠিত
একবীজপত্রী উদ্ভিদে অস্থানিক মূল দেখা যায়
পরাশ্রয়ী মূলকে চোষক মূল বলে
কোলেনকাইমা কলার বৈশিষ্ট্য-
কোষ প্রাচীর লিগনিন যুক্ত
ক্লোরোপ্লাস্ট থাকে না
কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন দ্বারা নির্মিত
খাদ্য তৈরি বা সঞ্চয় এই কলায় হয় না
কোন স্থানে প্যারেনকাইমা কলা দেখা যায় না?
পাতার মেসোফিল অংশে
মূলের ত্বকে
পত্রবৃন্তে
কোনটি স্কেরেনকাইমার বেলায় সঠিক নয়?
কোষগুলি মৃত
কোষ প্রাচীর লীগনিনযুক্ত
ক্লোরোপ্লাস্ট থাকে
কোষ প্রাচীর পুরু
কোনটি প্যারেনকাইমার বৈশিষ্ট্য?
কোষে লিগনিন এর উপস্থিতির কারণে কোষপ্রাচীর শক্ত ও কঠিন
কোষপ্রাচীর নরম ও নমনীয়
কোষগহ্বর অপেক্ষাকৃত ছোট
মোটেই ক্লোরোপ্লাস্ট থাকে না