কোথায় এনজাইম নেই?
1.00
পাকস্থলিতে
যকৃতে
পিত্তরসে
রক্তে
পিত্তরসে কোন উৎসেচক বা এনজাইম থাকে না। পিত্তরস খাদ্যের অম্লভাব প্রশমিত করে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। এই পরিবেশ খাদ্য পরিপাকের অনুকূল।
যকৃতের আবরণ কোনটি?
প্লুরা
ক্যাপস্যুল
গ্লিসন ক্যাপসুল
কোনোটিই নয়
যকৃৎ (ইংরেজি: Liver) মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি অভ্যন্তরীণ অঙ্গ। এটি বক্ষপিঞ্জরে মধ্যচ্ছদার নিচের অংশে অবস্থিত। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়।
নিচের কোন এনজাইমটি পিত্তরসে(Bile) থাকে?
ট্রিপসিন
এমাইলেজ
কোনটিই নয়
লাইপেজ
Ref:Az-159ব্যাখ্যা: পিত্তরসে কোন এনজাইম থাকে না ।
Ref:Az-159
ব্যাখ্যা: পিত্তরসে কোন এনজাইম থাকে না ।
নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয়?
ভিটামিন কে
ভিটামিন এ
ভিটামিন ই
ভিটামিন সি
ব্যাখ্যা: চর্বিতে দ্রবণীয় ভিটামিন A, D, E, K পানিতে দ্রবণীয় ভিটামিন B ও C
নিচের কোন প্লাজমা প্রোটিন (Plasma protein) টি লিভারে তৈরি হয় না?
Fibrinogen
Immunoglobulin
Prothrombin
Albumin
Ref: Az - 158 ব্যাখ্যা: যকৃত y গ্লোবিউলিন ছাড়া সকল প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে।
Ref: Az - 158
ব্যাখ্যা: যকৃত y গ্লোবিউলিন ছাড়া সকল প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে।
নিচের কোনটি যকৃতের সবচেয়ে বড় খন্ড(Lobe)?
Quadrate lobe
Left lobe
Caudate lobe
Right lobe
Ref: Az 154 ব্যাখ্যা: যকৃতের ডান লোব সবচেয়ে বড়
Ref: Az 154
ব্যাখ্যা: যকৃতের ডান লোব সবচেয়ে বড়
কোন বাক্যটি যকৃতের সনাক্তকারী বৈশিষ্ট্য?
লোবিউলের ফাঁকে ফাঁকে আইলেটস অব ল্যাঙ্গারহেন্স নামক কোষপুঞ্জ থাকে
সিলিয়াযুক্ত ব্রঙ্কিওল দেখা যায়
লোবিউলের মাঝে সাইনুসয়েড নামক ফাকা স্থান আছে
পেয়ালার ন্যায় বোম্যান্স ক্যাপস্যুল দেখা যায়
যকৃত নালি কোথায় উন্মুক্ত হয়?
অণুপ্রস্থ কোলনে
পাইলোরিক স্ফিংটারে
ডিওডেনামে
জেজুনামে
যকৃতের কাজ নয় কোনটি?
যকৃতে রক্ত তৈরি
অ্যামাইলেজ ও লাইপেজ নিঃসৃত করা
পিত্তরস নিঃসরণের মাধ্যমে পরিপাকে সাহায্য করা
রক্ত থেকে মৃতপ্রায় লোহিত কণিকাসমূহ অপসারিত করা
নিম্নে কোন অঙ্গ পিত্তরস তৈরী করে?
অগ্ন্যাশয়
পিত্তাশয়
যকৃত
প্লিহা