DNA অনুর একক হেলিক্স-
1.00
পলিনিউক্লিওটাইডঃ অনেকগুলো নিউক্লিওটাইড ৫’→৩’ অনুমুখী বা ৩’→৫’ অনুমুখী হয়ে পরপর ফসফো-ডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটি লম্বা রৈখিক শৃঙখলের সৃষ্টি করে, তখন তাকে পলিনিউক্লিওটাইড বলে। পলিনিউক্লিওটাইড একটি চেইনের মত গঠন সৃষ্টি করে। এই চেইনে একদিকে ফসফেট অনু পেন্টোজ স্যুগারের ৫নং কার্বনের সাথে অন্যদিকে পাশের পেন্টোজ স্যুগারের ৩নং কার্বনের সাথে যুক্ত থাকে। DNA অনুর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেইন।






