কোনটি বর্ণ সংবেদী?
1.00
আইরিশ
কর্ণিয়া
রডকোষ
পিউপিল
ঘাসফড়িং এর পুঞ্জাক্ষিতে কতটি ওমাটিডিয়ামের রয়েছে?
1200-1800
600-800
1000
900
1200-1800টি
কোনটি আরশোলার স্নায়ুতন্ত্রে বিদ্যমান?
র্যাবডোম
অ্যাট্রিয়াম
ডরসাল ট্রাকিয়াল ট্রাংক
Supra-oesophagsal ganglion
আরশোলা উজ্জ্বল আলোয় কি প্রতিবিম্ব তৈরি করে-
এপোজিশন
সেমিপজিশন
সুপারপজিশন
ট্রাপপজিশন
আরশোলার যে বৈশিষ্ট্য সঠিক নয়-
পুরুষ আরশোলার কংগ্লোবেট গ্রন্থির সঠিক কাজ আজও নির্ধারিত হয়নি
স্ত্রী আরশোলার কোলেটেরিয়াল গ্রন্থির নিঃসরণ উওথেকা গঠনে সাহায্য করে
ওসেলাস এর কাজ হলো আলোকের তীব্রতার তারতম্য অনুধাবন করা
আরশোলা স্থিমিত আলোয় এপোজিশন এবং উজ্জ্বল আলোয় সুপার পজিশন প্রতিবিম্ব গঠন করে দর্শন সম্পন্ন করে
কোন উক্তিটি সত্য নয়?
হাইড্রার নেমাটোসিস্টের মধ্যে স্টিনোটিল বৃহত্তম।
অলিন্দের ডায়াস্টোল এবং নিলয়ের সিস্টোল- এর সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে।
তরুণাস্থিতে অবস্থিত ল্যাকুনাগুলো তরলে পূর্ণ থাকে।
রেটিনার 'রড' কোষগুলি উজ্জ্বল আলোতে সংবেদী।
নিচের কোন উক্তিটি তেলাপোকার ক্ষেত্রে সত্য নয়?
উজ্জ্বল আলোয় সুপার পজিশন প্রতিবিম্ব উৎপন্ন হয়
হিমোলিম্ফ বর্ণহীন প্লাজমা ও প্রায় ৯ মিলিয়ন হিমোসাইট নিয়ে গঠিত
সর্বভুক প্রাণী
শ্বাসরঞ্জক না থাকায় তেলাপোকার রক্ত শ্বসনে কোন ভূমিকা রাখে না
উজ্জ্বল আলোয় অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব উৎপন্ন হয়।
ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষির কোন অংশটি আলো গ্রহণ করে?
কর্নিয়া
কর্নিয়াজেন কোষ
ক্রিস্টোলাইন কোণ কোষ
কর্নিয়া-লেন্সের মতো কাজ করে।র্যাবডোম-আলো গৃহীত হয়। কর্নিয়াজেন কোষ-ক্ষরণ থেকে কর্নিয়া সৃষ্টি হয়। ক্রিস্টোলাইন কোণ কোষ-ক্ষরণ থেকে ক্রিস্টোলাইন কোণ তৈরী হয়।
কর্নিয়া-লেন্সের মতো কাজ করে।
র্যাবডোম-আলো গৃহীত হয়।
কর্নিয়াজেন কোষ-ক্ষরণ থেকে কর্নিয়া সৃষ্টি হয়।
ক্রিস্টোলাইন কোণ কোষ-ক্ষরণ থেকে ক্রিস্টোলাইন কোণ তৈরী হয়।
ওমাটিডিয়ামের কিউটিকলের বাইরের স্বচ্ছ আবরণীকে বলা হয়
কর্নিয়াজেন কর
কর্নিয়া
রঞ্জন আবরণী
পুঞ্জাক্ষির দুপার্শ্বের সাদা দাগকে বলে–
ocellus
fenstra
ommatiduym
cornea