রেটিনার কোন ধরনের কোষ থেকে অপটিক স্নায়ু তৈরী হয়?
1.00
রেটিনা রড কোষ ও কোণ কোষ নামক দুই ধরনের কোষ নিয়ে গঠিত। - রেটিনার দশটি উপস্তর রয়েছে। - রেটিনায় বস্তুর প্রতিবিম্ব তৈরী হয়। - রেটিনা থেকে অপটিক স্নায়ু তৈরী হয়, যা দর্শন অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করে।রেটিনার গাংগ্লিওন কোষ থেকে অপটিক স্নায়ু তৈরী হয়।