পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  
পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়
 (১) শরীর বর্ধক হরমোন(STH/GH) 
(২) থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোন(TSH) 
(৩) অ্যাড্রিনোকোর্টিকোর্ট্রপিক হরমোন(ACTH) 
(৪) ফলিকন উদ্দীপক(স্টিমুলেটিং) হরমোন(FSH)
(৫) লিউটিনাইজিং হরমোন (LH)
(৬) প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন

প্রাসঙ্গিক প্রশ্ন

পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  
পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়
 (১) শরীর বর্ধক হরমোন(STH/GH) 
(২) থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোন(TSH) 
(৩) অ্যাড্রিনোকোর্টিকোর্ট্রপিক হরমোন(ACTH) 
(৪) ফলিকন উদ্দীপক(স্টিমুলেটিং) হরমোন(FSH)
(৫) লিউটিনাইজিং হরমোন (LH)
(৬) প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন

কোনটির অভাবে টিটেনি হয়?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

প্যারা-থাইরয়েড থেকে নিঃসৃত প্যারা-থরমােন নামক হরমােনের অভাবে এ রােগ হয়।

কোন গ্রন্থির ক্ষরণকাল আজীবন নয়?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

কোন গ্রন্থির ক্ষরণকাল আজীবন নয়?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

থাইমাস গ্রন্থি: শ্বাসনালীর সম্মুখে মেডিয়াস্টিনাম গহবরে থাইরয়েড গ্রন্থির নিম্নপ্রান্তে ও বক্ষের উরঃফলকের (Sternum) পিছনে মোটামুটি যে তলে শ্বাসনালী দ্বিশাখায় বিভক্ত হয়েছে সেখানে যে গ্রন্থি অবস্থিত, তাকে থাইমাস গ্রন্থি বলে। এই গ্রন্থি দুটি চ্যাপ্টা ও সমআকৃতির খন্ডাংশে বিভক্ত। বয়স বাড়ার সাথে সাথে এই গ্রন্থি প্রথমে কিছুটা বড় হয় ও পরে ক্রমশ ছোট হয়ে যায় এবং পরিশেষে বিলুপ্ত হয়। তাই থাইমাস গ্রন্থি আজীবন হরমোন ক্ষরণ করতে পারে না।

নিঃসৃত হরমোনের কাজ: থাইমাস গ্রন্থি থেকে থাইমোক্রাইসিন ও থাইমোসিন নামক হরমোন ক্ষরিত হয়।

(i) এটি লিস্ফোসাইট ও অ্যান্টিবডি গঠনে সহায়তা করে।

(ii) এটি অস্থিতে খনিজলবণ জমতে সহায়তা করে।

(iii) থাইমোক্রাইসিন এন্টিবডি প্রস্ত্তত এবং কৈশরে যৌন পরিপক্বতায় সাহায্য করে।

(iv) এই গ্রন্থি নবজাতক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতার (Immunity) বিকাশ নিয়ন্ত্রণ করে।

[Ref: ড. হাসান (৫ম সংস্করণ-২০১৮), পৃষ্ঠা-২৩৩;

ড. আলীম (৫ম সংস্করণ-২০১৮), পৃষ্ঠা-২৫৮]

ট্রপিক হরমোন কোনটি?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH)


Tropic hormone:

any of a class of hormones from the anterior pituitary gland that affect the secretion of other endocrine glands. The tropic hormones include thyroid-stimulating hormone, corticotropin, follicle-stimulating hormone, and luteinizing hormone. 

এনজাইমের বেলায় কোনটি সঠিক নহে?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

পিটুইটারে গ্রন্থের পশ্চাদ্বর্তী অংশ হতে কোন হরমোন নিঃসৃত হয়?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

হরমোনের বৈশিষ্ট্য নয় কোনটি? 

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

নিম্নের কোন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না?

1.00

  1.  
  2.  
  3.  
  4.  

শূন্যস্থানের জন্য নিম্নের কোনটি প্রযোজ্য?

অ্যাড্রিনালিন হৃদপিন্ডের স্পন্দন হারকে .......।

1.00

  1.  
  2.  
  3.  
  4.