থাইমাস গ্রন্থি: শ্বাসনালীর সম্মুখে মেডিয়াস্টিনাম গহবরে থাইরয়েড গ্রন্থির নিম্নপ্রান্তে ও বক্ষের উরঃফলকের (Sternum) পিছনে মোটামুটি যে তলে শ্বাসনালী দ্বিশাখায় বিভক্ত হয়েছে সেখানে যে গ্রন্থি অবস্থিত, তাকে থাইমাস গ্রন্থি বলে। এই গ্রন্থি দুটি চ্যাপ্টা ও সমআকৃতির খন্ডাংশে বিভক্ত। বয়স বাড়ার সাথে সাথে এই গ্রন্থি প্রথমে কিছুটা বড় হয় ও পরে ক্রমশ ছোট হয়ে যায় এবং পরিশেষে বিলুপ্ত হয়। তাই থাইমাস গ্রন্থি আজীবন হরমোন ক্ষরণ করতে পারে না।
নিঃসৃত হরমোনের কাজ: থাইমাস গ্রন্থি থেকে থাইমোক্রাইসিন ও থাইমোসিন নামক হরমোন ক্ষরিত হয়।
(i) এটি লিস্ফোসাইট ও অ্যান্টিবডি গঠনে সহায়তা করে।
(ii) এটি অস্থিতে খনিজলবণ জমতে সহায়তা করে।
(iii) থাইমোক্রাইসিন এন্টিবডি প্রস্ত্তত এবং কৈশরে যৌন পরিপক্বতায় সাহায্য করে।
(iv) এই গ্রন্থি নবজাতক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতার (Immunity) বিকাশ নিয়ন্ত্রণ করে।
[Ref: ড. হাসান (৫ম সংস্করণ-২০১৮), পৃষ্ঠা-২৩৩;
ড. আলীম (৫ম সংস্করণ-২০১৮), পৃষ্ঠা-২৫৮]