কোনটি ইনসিটু নয়?
1.00
জীববৈচিত্র্য বিষয়ক সমঝোতাতে (কনভেনশন অন বায়োলজিকাল ডাইভারসিটি বা সিবিডি, ২০০৫) অন্তর্ভুক্ত ব্যাখ্যা অনুযায়ী, যথাস্থানিক সংরক্ষণ বা স্বস্থানে সংরক্ষণ (ইংরেজি: In situ conservation) বলতে কোনও প্রজাতির প্রাকৃতিক বসতির সংরক্ষণ এবং প্রাকৃতিক পারিপার্শ্বিকতায় টিকে থাকার মত জনগোষ্ঠীর পুনরুদ্ধার ও রক্ষণকে বোঝায়।
এই পদ্ধতিতে প্রাকৃতিক নিয়মে জীব প্রজাতি যেখানে জন্মে সেখানেই সংরক্ষণ করা হয়। যেমন- সুন্দরী গাছকে এবং রয়্যাল বেঙ্গল টাইগার কে সুন্দরবন এ এরূপ বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হল যথাস্থানিক সংরক্ষণ।
ইন সিটু সংরক্ষণের উদাহরণঃ
- জাতীয় উদ্যান
- ইকোপার্ক
- সাফারি পার্ক
- বন্যজীব অভয়ারণ্য
- গেম রিজার্ভ
- বিশ্ব ঐতিহ্য
- মৎস্য অভয়াশ্রম