বোম্যান্স ক্যাপস্যুলে কোনটি থাকে?
1.00
বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেস্টন করে রাখে।এতে ক্ষুদ্র সলিনয়েড অণু থাকে।বোম্যান্স ক্যাপসুল দ্বিস্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত একটি অংশ।গ্লোমেরুলাস একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি।গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে।






