শীতকালে কোন কোন প্রাণীটি ঘুমিয়ে কাটায়?
1.00
* শীতনিদ্রা : কিছু প্রাণী আছে শীতকালটা ঘুমিয়ে কাটায়। গ্রীষ্মকাল ফিরে এলে আবার বেরিয়ে আসে। ব্যাঙ, সাপ এবং বাদুড় এ জাতীয় প্রাণী যারা শীতনিদ্রায় ঘুমিয়ে থাকে। এসময় এরা কিছু খায় না। শরীরে জমে থাকা চর্বি থেকে প্রয়োজনীয় খাদ্যের অভাব পূরণ করে থাকে।
* খাদ্য মজুদ : কিছু প্রাণী আছে শীতকালের জন্য খাদ্য মজুদ করে রাখে। শীতনিদ্রায় না গেলেও তারা বাইরে আসে না। গোপন কোনো জায়গায় লুকিয়ে থাকে এবং মজুদ খাবার খেয়ে শীতের দিন পার করে। ইঁদুর, কাঠবিড়ালি, র্যাকুন এই জাতীয় প্রাণী



