পার্বত্য অঞ্চলের গাছ কোনটি?
1.00
৩) কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় অরণ্য – ৩৫-৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যুক্ত চরমভাবাপন্ন জলবায়ু অঞ্চলে ২৫-৫০ সেমি বৃষ্টিপাত এলাকায় এই ধরনের গাছ দেখা যায় । অত্যাধিক বাষ্পীভবনের কারণে গাছ মাটি থেকে কম জল পায় । তখন গাছগুলি বাষ্পমোচন কমানোর জন্য পাতা গুলো কাঁটাতে বা ছোট আকারে পরিণত করে নেয় । বাবুল, খেজুর, ফণীমনসা, অ্যাকোসিয়া এই অঞ্চলের প্রধান উদ্ভিদ । হরিয়ানা, গুজরাত, রাজস্থান ও পাঞ্জাবের উত্তর ও পশ্চিম অংশে এই গাছ দেখা যায় ।






