HSC-21 : Varsity Chapterwise Complete Preparation[+Second Time]

Download Routine : Week 04-05

প্রিয় শিক্ষার্থীরা, মুল ভর্তি প্রস্তুতির আগে আমরা এখনও বেশ কিছু সময় পাচ্ছি।এই সময়টিকে কার্যকর করতে পাঠশালা থেকে Chapterwise Complete Preparation কোর্স চালু করার পরিকল্পনা করা হয়েছে।

  • এটি মুল ভর্তি প্রস্তুতির কোর্স।এই কোর্স অনুসরণ করে আমরা চাপ্টারঅনুসারে মুল ভর্তি প্রস্তুতি সম্পন্ন করব।
  • মুল ভর্তি প্রস্তুতি শেষ হলে আমরা ভার্সিটি বেসড ফাইনাল মডেল টেস্ট কোর্স পরিচালনা শুরু করব।
  • এই কোর্স অনুসরণ করে শিক্ষার্থীরা Varsity= DU-A D, GST , Cluster Agri , CU A D, RU , JU A D H এর চাপ্টার অনুসারে প্রস্ততি নিতে পারব।
  • মুল ভর্তি প্রস্তুতির কোর্সে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা দিকনির্দেশনা থাকবে।
  • মুল ভর্তি প্রস্তুতি শেষ হলে আমরা ভার্সিটি বেসড আলাদা ফাইনাল প্রিপারেশন কোর্স(ফাইনাল মডেল টেস্ট ও প্রশ্নব্যাঙ্ক সলভ) কোর্স চালু করে আমাদের ভর্তি প্রস্তুতি সম্পন্ন করব।
  • তাই, শিক্ষার্থীরা এখণ মুল ভর্তি প্রস্তুতির কোর্সে ফোকাস করো এবং দিকনির্দেশনা অনুসরণ করো।
  • পাঠশালা থেকে তোমাদের Effective Course প্ল্যানের জন্য ম্যাটারিয়ালস দেয়া হবে, সেগুলো অনুসরণ করে প্রস্তুতি নিবে।

সেকেন্ড টাইমার

  • সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের অনুশীলনের ক্ষেত্রে একধাপ এগিয়ে থাকতে হবে।
  • তোমরা  গুচ্ছ ভার্সিটি , কৃষি গুচ্ছ , রাবি ও জাবিতে পরীক্ষা দিতে পারবে।
  • প্রস্তুতির ক্ষেত্রে মুল বই রিভিশন শেষ করার পর অনুশীলন অংশে বেশি সময় দিবে।তোমাদের সামনে প্রতিযোগিতা বেশি, তাই অন্যদের থেকে এগিয়ে থাকার জন্য তোমার প্রস্তুতিতে বেশি অনুশীলন দরকার।
  • তাই, তোমরা মুল বই রিভিশন দিয়ে প্রশ্নব্যাঙ্ক সমাধান ও প্রাক্টিস অংশে বেশি সময় দিবে।

 

 

কোর্সটিতে থাকবেঃ

  • প্রতিটি চাপ্টারের কোর্স ম্যাটারিয়ালস
  • প্রতিটি চাপ্টারের ক্লাস ভিডিওস
  • প্রতিটি চাপ্টারের প্রাক্টিস এক্সাম
  • প্রতিটি চাপ্টারের ডেইলি লাইভ এক্সাম
  • প্রতি সপ্তাহে উইকলি এক্সাম
  • প্রতিটি এক্সামের প্রশ্ন সলভ
  • প্রতিটি পরীক্ষার ফলাফল, মেধাক্রমসহ

 

যারা বিশ্ববিদ্যালয়  প্রস্তুতি নিবে তাদের জন্য এই কোর্সটি।যাদের মূল টার্গেটঃ

  • ঢাকা বিশ্ববিদ্যালয় A ও D ইউনিট
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় A D H ইউনিট
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় C ইউনিট
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় A ও D ইউনিট
  • গুচ্ছ ভার্সিটি A ইউনিট (সাধারন ও বিজ্ঞান প্রযুক্তির মোট ২০টি বিশ্ববিদ্যালয়)
  • গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় (৭টি বিশ্ববিদ্যালয়)

 

আমাদের কোর্সের কার্যক্রম যেভাবে পরিচালিত হবেঃ

  • HSC-21 : Varsity Chapterwise Complete Preparation কোর্সটি মোট ৬ সপ্তাহের।প্রতি তিন সপ্তাহের রুটিন একসাথে প্রকাশ করা হবে।
  • কোর্স প্ল্যান অনুসারে প্রতি সপ্তাহে ছয়টি করে চাপ্টার থাকবে। পদার্থবিজ্ঞান , রসায়ন , জীববিজ্ঞান ও উচ্চতর গণিত থেকে মোট ছয়টি থাকবে।একই সাথে বাংলা,ইংরেজি,সাধারন জ্ঞান,আইসিটি ও আইকিউ এর একটি করে টপিক থাকবে।
  • আমাদের একটি সপ্তাহ মোট ৮ দিনে সম্পন্ন হবে।এর কারণ আমরা ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটি কোর্সগুলোর মধ্যে একটি সমতা রাখার চেষ্টা করেছি।
  • একটি সপ্তাহ মোট ৮ দিনে সম্পন্ন হবে। এক সপ্তাহে মোট ছয়টি চাপ্টার পড়তে হবে, প্রতিদিন একটি করে চাপ্টার অনুষ্ঠিত হবে এবং একদিন গ্যাপ রেখে শেষ দিনে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • একদিন গ্যাপ রাখার কারণ হলোঃ উক্ত দিনে শিক্ষার্থীরা তাদের গ্যাপ রিভিশন দিয়ে শেষ করবে।
  • প্রতিটি টপিকের প্রস্তুতির জন্য আমরা শিক্ষার্থীদের মোট চারটি সেকশন রাখব।প্রথম দুটি হলো=কোর্স ম্যাটারিয়ালস এবং ক্লাস ভিডিওস। এই দুটি সেকশন নির্দিষ্ট টপিকের শুরুতেই দেয়া হবে।এই দুটি সেকশনের সহায়তায় শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি শুরু করবে। মূল বই ও প্রশ্নব্যাঙ্কের মাধ্যমে কীভাবে তাদের ভর্তি প্রস্তুতি কার্যকর উপায়ে নেয়া যায় সেই দিকনির্দেশনা থাকবে। কোর্স ম্যাটারিয়ালস এ দাগানো বই, ক্লাস নোটস, ক্লাস ভিডিও এবং এর সাথে আরো অতিরিক্ত ম্যাটারিয়ালস টপিক অনুসারে সাজিয়ে দেয়া হবে। শিক্ষার্থীরা মূলবই পড়ার পাশাপাশি এগুলোর মাধ্যমে প্রস্তুতি নিতে পারবে।
  • অবশিষ্ট দুটি হলো= প্রাক্টিস এক্সাম ও ডেইলি লাইভ এক্সাম। প্রাক্টিস এক্সাম প্রথম দিনেই ওপেন করে দেয়া হবে। তবে লাইভ এক্সাম উক্ত দিনের নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।
  • প্রতিটি টপিকের একটি করে প্রাক্টিস এক্সাম থাকবে। Practics Makes The Master - এই বিষয়টিতে আমরা সর্বোচ্চ গুরত্ব দিব,যাতে করে শিক্ষার্থীরা প্রাক্টিসের মাধ্যমে নিজেদের প্রস্তুতির উন্নতি করতে পারে। প্রাক্টিস এক্সামের বিশেষ বৈশিষ্ট্য হলো এই এক্সামে অনেক সেট প্রশ্ন থাকবে এবং একজন শিক্ষার্থী এই পরীক্ষায় অসংখ্যবার অংশগ্রহন করতে পারবে, প্রতিবার তার প্রশ্নের সেট পরিবর্তিত হয়ে যাবে। প্রাক্টিস পরীক্ষা দেয়ার সাথে সাথে একজন শিক্ষার্থী তার ফলাফল ও প্রশ্নের সলিউশন দেখতে পারবে। একজন শিক্ষার্থী নির্দিষ্ট টপিকের প্রাক্টিস এক্সাম বারবার দিয়ে উক্ত টপিকের উপর তার প্রস্তুতি সম্পন্ন করবে। প্র্যাক্টিস এক্সামগুলোতে একজন শিক্ষার্থী যেকোনো সময়ে অংশগ্রহণ করতে পারবে এবং মূলবই পড়ার পাশাপাশি বারবার পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুতি জোরদার করতে পারবে।
  • প্রতিটি টপিকের উপর একটি করে ডেইলি লাইভ এক্সাম নেওয়া হবে।প্রতিটি টপিকের লাইভ এক্সামে একজন শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে একবার-ই অংশগ্রহণ করতে পারবে।লাইভ এক্সামে অংশগ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থী নির্দিষ্ট টপিকের উপর তার ফাইনাল প্রস্তুতি যাচাই করতে পারবে। কারণ লাইভ এক্সাম শেষ হলে উক্ত এক্সামের সলিউশন এবং ফলাফল মেধাক্রমসহ প্রকাশ করা হবে।  এতে শিক্ষার্থীরা নিজেদের ভুলগুলো বুঝতে পারবে এবং সেগুলো সংশোধন করে নিয়ে সামনে এগোতে পারবে।
  • রুটিন অনুসারে প্রতিটি সপ্তাহ শেষে একটি করে সাপ্তাহিক এক্সাম থাকবে। সেগুলো ডেইলি লাইভ এক্সামের মত নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণ করতে হবে। সাপ্তাহিক পরীক্ষার সলভ এবং ফলাফল দ্রুত প্রকাশ করা হবে।
  • আমাদের পারসোনাল কেয়ার সর্বদা ওপেন থাকবে।একজন শিক্ষার্থী যেকোন সময়ে তার সমস্যা আমাদের পারসোনাল কেয়ারে জানাতে পারবে।পারসোনাল কেয়ার সবার জন্য উন্মুক্ত।যেকোন শিক্ষার্থী প্রশ্ন করতে পারবে এবং একইসাথে কোন শিক্ষার্থী প্রশ্নের উত্তর পারলে সেখানে ব্যাখ্যাসহ উত্তর দিতে পারবে।
  • আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অনুরুপ OMR Sheet প্রকাশ করব,যেটি প্রিন্ট করে শিক্ষার্থীরা বাসায় অনলাইনের পাশাপাশি নিজে চর্চা করতে পারবে।

Practice Makes The Master