HSC-21 : Medical Final Prearation With AAP

Medical Final Preparation

  • ফাইনাল প্রস্তুতি দুই ধাপে সম্পন্ন হবে।প্রথম ধাপে রিভিশন এবং দ্বিতীয় ধাপে স্পেশাল মডেল টেস্ট
  • Phase-01(01-22 March) : Download Routine
  • Phase-02(22-31 March) : Download Routine

 

Phase-02 : কোর্সটিতে থাকবেঃ

  • 20 Special Model Test : Full Syllabus
  • Medical Revision Test : Final Fight
  • Question Bank Solve
  • Directions

Phase-02 : পরীক্ষার সময়ঃ

  • Exam Time : 10 AM - 11 PM Live
  • Result : After 12 AM

 

প্রস্তুতির প্রাথমিক দিকনির্দেশনা

প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো।আর মাত্র ১০দিন পর মেডিকেল ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত হবে।এই শেষ সময়টাকে তোমাদের কার্যকর উপায়ে ব্যবহার করতে হবে।কিছু দিকনির্দেশনা মাথায় রাখবেঃ

  • দুশ্চিন্ত একদম করবে না,দুশ্চিন্তা করলে মানসিকভাবে অন্যদের থেকে পিছিয়ে যেতে হবে।যেহেতু অনেক বড় প্রতিযোগিতা তাই কোনভাবেই দুশ্চিন্তা করবে না এবং সর্বদা নিজের উপর বড়রকম আত্ববিশ্বাস রাখোঃআমি পারব
  • সিলেবাস অনেক বাকি,সিলেবাস শেষ করার পরও পরীক্ষায় ভালো হচ্ছে না ,সব ভুলে যাচ্ছি’– এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করা থেকে একদম বিরত থাকো।এগুলো ভাববেই না।তুমি যতটুক পারো ততটুক এর উপর ভরসা করে শেষ প্রস্তুতি নেও,ইনশাল্লাহ তুমি পারবে।

 

শেষ দশ দিনের প্রস্তুতির দিকনির্দেশনা

  • এই সময়টা হলো রিভিশনের সময়।এই সময়টাতে তোমাকে তোমার সিলেবাস রিভিশন দিয়ে প্রস্তুত হতে হবে।তুমি যতটুক পড়াশোনা করেছো ততটুক পড়াশোনাকে তোমার বারবার রিভিশন দিয়ে খুবভালোভাবে আয়াত্বে আনতে হবে।
  • এই শেষ সময়ে বড় কোন নতুন টপিক ধরিওনা যেটা আগে পড়া হয়নি, তুমি এতদিনে যতটুক আয়াত্বে আনতে পেরেছো ততটুকুকে রিভাইজ করতে হবে।
  • এখন তোমাকে প্রতিদিন-ই ফুল সিলেবাস রিভিশন দিতে হবে।রিভিশন দেয়ার সময় একটি বিষয়ের চাপ্টারগুলোর গুরত্বপূর্ণ টপিকগুলো খুব ভালো করে দেখবে এবং বাকিগুলো একনজরে দেখে নিবে।গুরত্বপূর্ণ টপিক পাঠশালার কোর্সের PDF সেকশনের Suggestion অংশে রাখা আছে।সিলেবাস রিভিশন নিজের মত করে দিবে।
  • ভুলে যাচ্ছি এই চিন্তা করিওনা। শুধু নিজের মত করে সিলেবাস রিভিশন দিতে থাকবে।
  • অনুশীলন করবে সবসময়,সর্বোচ্চভাবে।প্রতিদিন তুমি স্পেশাল মডেল টেস্টগুলো গুরত্বসহকারে দিবে।পাঠশালার নতুন রুটিনে প্রতিদিন দুটি করে স্পেশাল মডেল টেস্ট রয়েছে।তুমি প্রতিদিন দুটি স্পেশাল মডেল দিবেঃ একটি অনলাইনে আরেকটি OMR শীটে দিবে।প্রতিটি স্পেশাল মডেল টেস্ট প্রশ্ন সমাধান সহ অনুশীলন করবে, এতে করে তোমার পুরো সিলেবাসের উপর একটি ওভারল প্রস্তুতি সম্পন্ন হবে।স্পেশাল মডেল টেস্ট এর প্রশ্নগুলো মুল পরীক্ষার স্ট্যান্ডার্ড করা হবে,তাই এই প্রশ্নগুলো প্রতিদিন দুই সেট করে অনুশীলন করলে তোমার প্রস্ততি কার্যকর হবে।
  • Medical Revision Test : Final Fight  এই পরীক্ষাটি প্রতিদিন অন্তত ৫বার দিবে।এতে করে ৫সেট করে প্রশ্ন সলভ হবে।প্রতি সেটে ৫০টি করে প্রশ্ন পাবে।এই টেস্টের প্রতি সেট এমন করে সাজানো যা তোমাকে পুরো সিলেবাস রিভিশন দিতে সহায়তা করবে।তুমি প্রশ্ন, উত্তর ও সলভ দেখে গুরত্বপূর্ণ বিষয়গুলো রিভাইজ দিতে পারবে, গুরত্বপূর্ণ টপিক ও লাইনগুলো সহজে মনে করতে পারবে ।এই টেস্ট এর মাধ্যমে তুমি Conceptual Questions,Question Bank,Standard Questions,Main Book Excercise একসাথে আয়াত্বে আনতে পারবে।
  • শেষ সময়ের জন্য এতটুক পরামর্শ=সিলেবাস মুল বই থেকে নিজের মত করে রিভিশনস্পেশাল মডেল টেস্ট সলভ করবেRevision Test এ বারবার অংশগ্রহণ করবে

 

 

পরীক্ষার আগের সময়ের প্রতি দিকনির্দেশনা

  • পরিক্ষার আগের রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে, খাওয়া-দাওয়া ঠিকঠাক করবে। Admit Card প্রিন্ট করে সেটার দিকনির্দেশনা ভালো করে পড়বে এবং এক্সাম সেন্টার ভালো করে দেখে নিবে।
  • পরীক্ষার হলেঃ Medical Admit Card,HSC Admit/Registration Card,Pen নিয়ে যাবে শুধু।এই তিনটি জিনিসের বাইরে আর কিছুই নেয়া যাবেনা।
  • পরীক্ষা শুরুর ১ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
  • মুল পরীক্ষার দিনঃ পরীক্ষার শুরুতে প্রশ্ন পাওয়ার পর OMR ও প্রশ্ন ভালো করে দেখে নিবে সব ঠিকঠাক আছে কিনা।
  • শুরুতেই OMR এ নিজের নাম,সিগনেচার,রোল নাম্বার,সিরিয়াল নাম্বার ফিলআপ করবে সতর্কতার সাথে।
  • পরীক্ষার হলে কারো সাথে কথা বলবে না,আশে পাশে তাকাবে না।নিজের উপর ভরসা রাখবে,মাথা ঠান্ডা রেখে , ফুল ফোকাস প্রশ্নের উপর দিয়ে উত্তর করতে থাকবে।
  • তুমি যেই সাব্জেক্ট সবচেয়ে ভালো পারো/ পারা অংশ দিয়েই আগে শুরু করবে।বড় কোন ম্যাথ দেখে যদি মনে হয় সময় বেশি লাগবে সেটা পরে করবে আগে পারা থিউরী অংশ দাগিয়ে নিবে।
  • প্রশ্নের ফাঁকা জায়গায় রাফ করতে পারবে।ঠান্ডা মাথায় তোমার সর্বোচ্চটা দিবে,বাকিটা আল্লাহ ভরসা।অনেক দোয়া রইল।

 

 

Phase-01(01-22 March) : Download Routine

 

কোর্সটিতে থাকবেঃ

  • Final Revision Plan
    • Special Revision
    • Model Test : Paper & Subject Final
  • Special Model Test : Full Syllabus
  • Question Bank Solve : Full Syllabus
  • Course Materials-PDF
    • Question Bank
    • Model Test
    • OMR Sheet For Home Practice
    • Quick Revision Materials
  • Directions For Final Preparation

 

পরীক্ষার সংখ্যা, মানবন্টন,সময়ঃ

  • Special Revision : 60 Practice(Topic Wise) & 12 Main Exam
    • Practice : 20Q. 20Marks, 12Min.
    • Main : 50Q. 50Marks, 22Min
  • Model Test : 11 Practice & 11 Main Exam
    • 100Q. 100Marks, 55Min
  • Special Model Test : 25+ SMT
    • 100Q. 100Marks, 60Min
  • Question Bank Solve : 12 Recent Year
    • 100Q. 100Marks, 60Min
  • Main Exam Time:
    • 10AM - 11PM(Exam Date)
    • Aways Open(After Exam Date)
  • Practice Exam Time:
    • Always Open

 

Final Revision  : Overview

  • Phase-01 এ ফাইনাল রিভিশন সম্পন্ন হবে।যারা ফুল সিলেবাস রিভিশন দিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তারা এই পরিকল্পনা অনুসরণ করবে।
  • স্পেশাল রিভিশন ও মডেল টেস্ট কার্যক্রমের মাধ্যমে আমরা ২১দিনে ফুল সিলেবাসের উপর ফাইনাল রিভিশন দিয়ে পূর্নাঙ্গ প্রস্তুতি গ্রহণ করব।পদার্থ-৭দিনে, রসায়ন ৭দিনে এবং জীববিজ্ঞান ৭দিনে।
  • প্রতিটি বিষয় আমরা ৭দিনে শেষ করব।প্রথম পত্র শেষ করব ৩দিনে এবং দ্বিতীয় পত্র শেষ করব ৩দিনে।বাকি ১দিনে পুরো বিষয় রিভিশন দিব।
  • যেকোন পত্রের ৩দিনঃ প্রথম দিনে পত্রের অর্ধাংশ পড়ব এবং দ্বিতীয় দিনে পত্রের দ্বিতীয় অর্ধাংশ পড়ব।তৃতীয় দিনে উক্ত পত্র ফাইনাল রিভিশন দিব।প্রতি পত্রের প্রথম দুইদিনে কিছু টপিক বাদ পড়ে গেলে সেটা আমরা তৃতীয় দিনে রিভিশন দিয়ে শেষ করব।
  • এভাবে প্রথম ৩দিনে প্রথম পত্র এবং শেষ ৩দিনে দ্বিতীয় পত্র পড়া শেষ করব এবং সপ্তম দিনে আমরা পুরো বিষয়ের উপর ফাইনাল রিভিশন দিব।
  • স্পেশাল রিভিশন এবং মডেল টেস্ট অংশের প্রতিটি টপিকের-ই দুটি করে পরীক্ষা থাকবে,একটি হলো প্রাক্টিস এক্সাম এবং অন্যটি হলো মেইন এক্সাম।রুটিনে মুল পরীক্ষার তারিখ উল্লেখ রয়েছে।মুল পরীক্ষা নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হবে।নির্দিষ্ট দিনে একবার-ই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে রাত ১২টার পর।মুল পরীক্ষা শেষ হলে পরীক্ষাটি প্রাক্টিস আকারে ওপেন করে দেয়া হবে,এতে যেকোন সময়ে পুনরায় অনুশীলন করতে পারবে।
  • মুল পরীক্ষার আগেরিন উক্ত টপিকের প্রাক্টিস এক্সাম ওপেন করে দেয়া হবে।প্রাক্টিস এক্সাম সবসময় দেয়া যাবে।
  • ফাইনাল প্রস্তুতির উদাহরণঃ

পদার্থবিজ্ঞান প্রথম পত্র ৩দিনঃ প্রথম দিনে Physics First-01 এর টপিকগুলো পড়ব , দ্বিতীয় দিনে Physics First-02 এর টপিকগুলো পড়ব এবং তৃতীয় দিনে Physics First সম্পূর্ণ রিভিশন দিবে।প্রথম দিনে কিছু বাদ পড়ে গেলে সেটা আমরা তৃতীয় দিনে পড়ে শেষ করব।এভাবে দ্বিতীয় পত্রও ৩দিনে শেষ করব।সপ্তম দিনে আমরা পদার্থবিজ্ঞান সম্পূর্ণ বিষয় রিভিশন দিয়ে এই বিষয়ের উপর প্রস্তুতি শেষ করব।

 

Main Course & Final Prepr. Course

  • প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পাঠশালার মুল কোর্স অনুসরণ করে প্রস্তুতি নিচ্ছ তারা মুল কোর্সে ফোকাস রাখো।পাঠশালার মুল কোর্সটি শেষ হবে ১৪মার্চ।
  • তোমরা মুল কোর্স ১৪মার্চ শেষ করে এক সপ্তাহ স্পেশাল রিভিশন সম্পন্ন করে ফেলবে।তখন দেখবে স্পেশাল রিভিশনের কোর্সে সব সাজানো আছে।তোমার প্রস্তুতি অনুসারে স্পেশাল রিভিশন এক সপ্তাহ শেষ করে ফেলবে।
  • এরপর Final Preparation Phase-02 অনুসরণ করে(22মার্চ-৩১মার্চ) শেষ প্রস্তুতি সম্পন্ন করবে।
  • তবে কেউ চাইলে এখন Final Preparation Phase-01 এর পরিকল্পনায় ফোকাস করতে পারো , সাথে মুল কোর্সের টপিকগুলো দেখবে।এটা তোমার প্রস্তুতির উপর নির্ভর করে।তবে,ভালো হয় একটি পরিকল্পনায় ফোকাস করে আগানো।
  • তবে শেষ প্রস্তুতি নিবে Final Preparation Phase-02 এর সহায়তায়।শুভকামনা

 

 

GKE Preparation

  • সাধারন জ্ঞান এবং ইংরেজি সিলেবাস যেহেতু সীমাবদ্ধ নয় সেহেতু আমরা মুল টপিকগুলোর সাথে সাথে GK এবং ইংরেজি অল্প করে রিভিশন দিয়ে শেষ করবে।
  • শেষ সময়ে সাধারন জ্ঞানের জন্য লেটেস্ট তথ্যগুলো জানব এবং বিগত বছরের সাধারন তথ্যগুলো জেনে , যতটুক সম্ভব প্রশ্নব্যাঙ্ক সমাধান করতে হবে।এক্ষেত্রে মেডিকেল ও BCS এর বিগত বছরের প্রশ্নসল্ভ করতে হবে।টপিক অনুসারে পাঠশালার প্রাক্টিস পরীক্ষাগুলো দিলেও কার্যকর  হবে।
  • শেষ সময়ে ইংরেজির জন্য গ্রামারের বেসিক রুলসগুলো আয়াত্বে রেখে নিয়মিত ভোকাবুলারি অনুশীলন এবং যতটুক সম্ভব প্রশ্নব্যাঙ্ক সমাধান করতে হবে।এক্ষেত্রে মেডিকেল ও BCS এর বিগত বছরের প্রশ্নসল্ভ করতে হবে।টপিক অনুসারে পাঠশালার প্রাক্টিস পরীক্ষাগুলো দিলেও কার্যকর হবে।
  • কোর্স ম্যাটারিয়ালস অংশে এই দুটি টপিকের কুইক রিভিশন ম্যাটারিয়ালস এবং ছোট সাজেশন থাকবে,সেই অংশগুলো অনুশীলন করে শেষ করে ফেলবে।
  • মুল টপিকে ফুল ফোকাস দিবে,সাথে এই দুটি টপিকের প্রশ্ন সমাধান করে প্রস্তুতি কার্যকর করবে।

 

 

SMT & QB Solve  : Overview

  • Phase-01 এ স্পেশাল মডেল টেস্ট এবং প্রশ্নব্যাঙ্ক সলভিং এর পরীক্ষা কম রাখা হয়ছে।Phase-02 অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি থেকে ৩১মার্চ পর্যন্ত।এই ধাপে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা থাকবে।
  • স্পেশাল মডেল টেস্ট এবং প্রশ্নব্যাঙ্ক সলভিং এক্সামের মাধ্যমে আমরা ফুল সিলেবাসের উপর প্রস্তুতি নিতে পারব।মনে রাখব, এই পরীক্ষাগুলো নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হলেও পরবর্তিতে যেকোন সময় দেয়া যাবে।
  • দিকনির্দেশনা-A(রিভিশন বাকি) : তুমি যদি ফাইনাল রিভিশন প্ল্যানে ফোকাস করো তবে তুমি SMT & QB সলভে Phase-01 এ গুরত্ব কম দিবে।তুমি পুরো ফোকাস দিবে Final Revision এ।Phase-02 এ এই অংশে সর্বোচ্চ পরীক্ষা থাকবে।তাই তুমি Phase-01 এ ফাইনাল রিভিশনে ফোকাস করবে এবং Phase-02 এ গিয়ে এই অংশে ফোকাস করে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবে।
  • দিকনির্দেশনা-B(রিভিশন শেষ) : শেষ সময়ে তোমাকে ফুল সিলেবাসের উপর প্রস্তুতি নিতে হবে।স্পেশাল মডেল টেস্ট এবং প্রশ্নব্যাঙ্ক সলভ করার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতি আরো জোরদার করতে পারবে।

 

 

 

Directios : Medical Preparation

  • মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি ১ এপ্রিল।আমাদের এখন সামনের সময়টিকে নিজের সাপেক্ষে সর্বোচ্চ কাজে লাগাতে হবে।
  • ভর্তি পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়,এই প্রতিযোগিতায় নিজের অবস্থান উপরে আনতে আমাদের দরকার আত্মবিশ্বাস এবং সময়ের সর্বোচ্চ ব্যবহার।
  • মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য একটি পরিকল্পনা করে আগাতে হবে।পরিকল্পনার উপর ফোকাস করে সামনে আগাতে হবে।তোমার যদি সিলেবাস এখনও বাকি থাকে তবে তুমি ফাইনাল রিভিশনের পরিকল্পনা করবে এবং সিলেবাস বাকি না থাকলে তুমি স্পেশাল মডেল টেস্ট ও প্রশ্নসলভ অংশে ফোকাস করবে।
  • রিভিশন বাকিঃ রিভিশন দেয়ার সময় মুল বইয়ের দাগানো লাইনগুলো ভালো করে দেখবে, টপিকগুলো নিজের মত করে বারবার রিভিশন দিবে।গুরত্বপূর্ণ টপিকগুলো খাতায় লিখে লিখে পড়বে।মুল বইয়ের কোন চাপ্টার রিভিশন দেয়া শেষ হলে উক্ত চাপ্টারের প্রশ্নব্যাঙ্ক সলভ করবে।এভাবেই প্রস্তুতি নিবে।চাপ্টার রিভিশন এবং প্রশ্নব্যাঙ্ক দেখবে।একদিনে ৪-৫টি চাপ্টার রিভিশন দিতে হবে।এজন্য একটি দিনকে নিজের মত করে ৫ভাগে ভাগ করে নিবে এবং একটি চাপ্টার একটানে রিভিশন দিতে হবে।সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে,তাহলেই তুমি অন্যের থেকে এগিয়ে থাকতে পারবে।
  • রিভিশন শেষঃ শেষ সময়ে তোমাকে ফুল সিলেবাসের উপর প্রস্তুতি নিতে হবে।স্পেশাল মডেল টেস্ট এবং প্রশ্নব্যাঙ্ক সলভ করার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতি আরো জোরদার করতে পারবে।তাই,তাই অংশে ফুল ফোকাস দিবে এবং নিয়মিত অনুশীলন করবে।কোর্স ম্যাটারিয়ালস থেকে মডেল টেস্ট এবং OMR প্রিন্ট করে বাসায় সর্বোচ্চ চর্চা করবে।
  • পাঠশালার পরিকল্পনাঃ রিভিশন কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ফাইনাল রিভিশন সম্পন্ন করতে পারবে এবং স্পেশাল মডেল টেস্ট এবং প্রশ্নব্যাঙ্ক সল্ভিং এক্সামের মাধ্যমে ফাইনাল প্রস্তুতি নিতে পারবে।।এখানে শিক্ষার্থীদের প্রস্তুতিটিকে দুই ধাপে ভাগ করা হয়েছে।প্রথম ধাপে রিভিশন অংশে গুরত্ব দেয়া হয়েছে।শিক্ষার্থীরা পরিকল্পনা অনুসরণ করে রিভিশন সম্পন্ন করবে এবং রিভিশন শেষ করে বাকি ১০দিনে শিক্ষার্থীরা তাদের ফাইনাল প্রস্তুতি নিবে।এই কোর্সের দ্বিতীয় পর্ব মুল পরীক্ষার ১০দিন আগে শুরু হবে।দ্বিতীয় পর্বে স্পেশাল মডেল টেস্টের সর্বোচ্চ সংখ্যক এক্সাম থাকবে এবং প্রশ্নব্যাঙ্ক সলভিং অংশের সকল এক্সাম ওপেন থাকবে।
  • কোর্স ম্যাটারিয়ালসঃ এই অংশে ভর্তি প্রস্তুতির সহায়িকা দেয়া হবে।এখানে বাসায় চর্চা করার জন্য অসংখ্যসেট মডেল টেস্ট এবং OMR Sheet থাকবে।এখান থেকে প্রিন্ট করে শিক্ষার্থীরা বাসায় চর্চা করতে হবে।নিয়মিত Home Practice শিক্ষার্থীদের প্রস্তুতিতে কার্যকর ভুমিকা পালন করবে।
  • পাঠশালার পারসোনাল কেয়ার সর্বদা ওপেন আছে।একজন শিক্ষার্থী, কোন টপিকে সমস্যায় পড়লে আমাদের পারসোনাল কেয়ারে জানাবে, আমরা তার সমস্যার সমাধান দেয়ার জন্য প্রস্তুত।দ্রুত জরুরী সমস্যা সমাধানের জন্য হেল্পলাইনে ওপেন থাকবে(01610427497)।
  • প্রথম পর্বের দিকনির্দেশনা এতটুক থাকল। দ্বিতীয় পর্বের রুটিন ও দিকনির্দেশনা প্রকাশ করা হবে,আগামি ২০মার্চ।